সাড়ে চার দশক পর অবশেষে খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার! ঘোষণা দিনক্ষণ

কলকাতা: লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক যুদ্ধ জয়ের পরই প্রতিশ্রুতি পালনের পথে পা বাড়াল ওড়িশার বিজেপি সরকার। রথযাত্রার পরই খোলা…

কলকাতা: লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক যুদ্ধ জয়ের পরই প্রতিশ্রুতি পালনের পথে পা বাড়াল ওড়িশার বিজেপি সরকার। রথযাত্রার পরই খোলা হবে পুরীর রত্নভাণ্ডারের দরজা। বুধবার একথা ঘোষণা করেন এএসআইয়ের (ASI) পুরী সার্কেলের এক শীর্ষ কর্তা।

 

২৪ বছরের বিজেডি রাজত্বের অবসান ঘটিয়ে ওডিশায় ক্ষমতা দখল করেছে বিজেপি। ক্ষমতায় এলেই পুরীর মন্দিরের চার দুয়ার ও রত্ন ভাণ্ডার খুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। সেই মতোই চার দুয়ার খুলে দেওয়া হয়েছে। এবার জানিয়ে দেওয়া হল রত্ন ভাণ্ডার খোলার দিনক্ষণ।

 

চলতি বছর রথযাত্রা হবে ৭ এবং ৮ জুলাই। পুরীতে রথযাত্রা পালন হলেও খোলা হবে রত্নভাণ্ডারের দরজা। এএসআই রত্নভাণ্ডারের গঠনগত অবস্থা খতিয়ে দেখবে। মন্দিরের গোপন কক্ষে থাকা সাতটি ঘরকে বলা হয় রত্নভাণ্ডার। মনে করা হয়, এই রত্নভাণ্ডারটি দ্বাদশ শতাব্দীর৷ এর আগে মন্দিরের রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল ১৯৭৮ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *