গরমের হাত থেকে কৃষদের স্বস্তি দিতে স্মার্ট টুপি বানালেন নদিয়ার শিক্ষক

কলকাতা: কখনও রোদে তেতে-পুড়ে, কখনও আবার জলে ভিজে, মাঠেঘাটে কাজ করতে হয় কৃষকদের৷ গ্রীষ্ণকালে মাথার ঘাম পায়ে ফেলে চাষের কাজ করেন তাঁরা৷ চাষিভাইদের সেই কষ্টের…

কলকাতা: কখনও রোদে তেতে-পুড়ে, কখনও আবার জলে ভিজে, মাঠেঘাটে কাজ করতে হয় কৃষকদের৷ গ্রীষ্ণকালে মাথার ঘাম পায়ে ফেলে চাষের কাজ করেন তাঁরা৷ চাষিভাইদের সেই কষ্টের কথা ভেবেই এবার স্মার্ট টুপি বানালেন নদিয়ার এক স্কুল শিক্ষক। এর আগেও সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে চমকে দিয়েছিলেন শুভময় বিশ্বাস। এবার সেই সৌরশক্তিকে কাজে লাগিয়েই চাষিদের জন্য স্মার্ট হ্যাট বা স্মার্ট টুপি বানিয়ে ফেললেন তিনি।

এই টুপি মাথায় দিয়ে কাজ করলে প্রবল গরমের হাত থেকে রেহাই পাবেন কৃষকরা৷ শুধু তাই নয়, আরও নানাবিধ সুবিধা পাবেন তাঁরা। তীব্র দাবদাহ থেকে বাঁচাতে এই টুপিতে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির কুলিং পাখা৷ যা ঠান্ডা বাতাস ছড়িয়ে দেবে।

এই টুপি আবার রাতে আলোও দেবে৷ অতিরিক্ত উজ্জ্বল আলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। খেয়াল রাখা হয়েছে কৃষকদের বিনোদনেরও৷ গান শোনার জন্য লাগানো হয়েছে মাইক্রোচিপ। পাশাপাশি এক মিটারের মধ্যে কোনও পোকামাকড় থাকলে আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমে তা আর কাছে ঘেঁষতে পারবে না। সুবিধা আরও আছে৷ রেডিয়ো ওয়েব ফ্রিকোয়েন্সির মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূরত্বের মধ্যে অবস্থিত বাড়ির সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে যাবেন কৃষকরা৷

প্রায় এক মাস ধরে এই প্রযুক্তি তৈরি করেছেন শুভময়৷ তবে খরচ বেশি নয়৷ মাত্র দু’হাজার টাকা। তবে এখনও পর্যন্ত এই ক্যাপ বাজারে আসেনি৷ পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে। আগামী দিনে সরকারের মাধ্যমে কৃষকদের কাছে এই টুপি পৌঁছে দেওয়ার ভাবনা রয়েছে শুভময়ের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *