৩টে ১৬ মিনিট, শিয়ালদহে ঢোকে কাঞ্চনজঙ্ঘার অক্ষত অংশ, ছিলেন মন্ত্রী ফিরহাদ ও রেল কর্তারা

কলকাতা: বিভীষিকাময় যাত্রা৷ ভয়ঙ্কর মৃত্যু ভয়৷ অভিশপ্ত সেই সফর শেষে শিয়ালদহে পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত তখন ৩টে বেজে ১৬ মিনিট৷ রেলের দেওয়া নির্দিষ্ট সময়ের ২০…

কলকাতা: বিভীষিকাময় যাত্রা৷ ভয়ঙ্কর মৃত্যু ভয়৷ অভিশপ্ত সেই সফর শেষে শিয়ালদহে পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত তখন ৩টে বেজে ১৬ মিনিট৷ রেলের দেওয়া নির্দিষ্ট সময়ের ২০ মিনিট আগেই স্টেশনে পৌঁছে যায় ট্রেন৷ শিয়ালদহ স্টেশনে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ নিজে তদারকি করে যাত্রীদের বাড়ি ফেরার বন্দোবস্ত করলেন তিনি। তবে যাত্রীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ৷ যেন মৃত্যুভয় তাড়া করে বেরাচ্ছে তাদের।

 

এদিন শিয়ালদহ স্টেশনে উপস্থিত ছিলেন শিয়ালদহের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) দীপক নিগম এবং রেলের অন্যান্য আধিকারিকরা। তাঁরাও অভিশপ্ত ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের শারীরিক কোনও সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও খোঁজ-খবর নেন৷ শিয়ালদহে নামার পরই যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় খাবার এবং জলের বোতল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *