১ লিটার পেট্রোল-ডিজেল থেকে কত টাকা আয় কেন্দ্র-রাজ্যের? চমকে দেবে তথ্য

১ লিটার পেট্রোল-ডিজেল থেকে কত টাকা আয় কেন্দ্র-রাজ্যের? চমকে দেবে তথ্য

কলকাতা: করোনা মহামারীর আবহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম৷ এই নিয়ে টানা ১৮ দিন ধরে লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ঘটেছে৷ আর তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত জনতার৷ অবিলম্বে তেলের দাম কমানোর দাবিতে আগামী সোমবার মাঠে নামছে বাম-কংগ্রেস৷ কিন্তু, জানেন কি? জ্বালানি তেলের দাম বাড়িয়ে ঠিক কত টাকা আয় করছে কেন্দ্র ও রাজ্য সরকার?

করোনায় জেরবার জনতার৷ তারই মাঝে টানা ১৮ দিন ধরে বাড়ল জ্বালানি তেলের দাম৷ নজিরবিহীনভাবে দিল্লিতে পেট্রোলের দাম ছাপিয়ে গিয়েছে ডিজেলের দাম৷ ২০১১ সালে ডিজেল ও পেট্রোলের দামের ব্যবধান ছিল প্রায় ৩০ টাকা৷ কিন্তু এখন সেই ফারাক ছাপিয়ে গিয়েছে৷ বুধবার পেট্রোলের দাম দিল্লিতে দাঁড়িয়েছে ৭৯.৭৬ টাকা৷ ডিজেলের দাম পেট্রোলের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৭৯.৮৮ টাকা৷ কলকাতায় পেট্রোলের দাম ৮২ টাকার দোরগোড়ায়৷ পেট্রোলের দাম বুধবার ৮১.৪৫ টাকা৷ ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ৬ পয়সা৷

দেশজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়লেও অপরিশোধিত তেলের দাম বেশ খানিকটা কমেছে৷ ২০১৪ সালে ব্যারেলপিছু অপরিশোধিত তেলের দাম ছিল ১০৮ ডলার৷ এখন তা দাঁড়িয়েছে ৪২ ডলার৷ বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমছে, তখন ভারতে কেন দাম বাড়ছে? এর পেছনে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বাড়তি মুনাফা৷ জ্বালানি তেলের দামের ওপর ইতিমধ্যেই এক্সাইজ ডিউটি ও সেস নেই কেন্দ্র৷ রাজ্য সরকার তার উপরে ছাপিয়েছে ভ্যাট৷ রয়েছে ডিলার কমিশন৷

পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে ডিজেলে সাড়ে ৩ টাকা এক্সাইজ ডিউটি ছিল৷ এখন তা লাফিয়ে বেড়েছে ৩১ টাকা ৮৩ পয়সা৷ ২০১৪ সালে পেট্রোলে এক্সাইজ ডিউটি ছিল ৯ টাকা ৪০ পয়সা৷ এখন তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৮ পয়সা৷ রাজ্য সরকার ভ্যাটের পরিমাণ বাড়িয়েছে৷ বুধবার পেট্রোলের দামের সমীকরণ বলছে, কলকাতায় পেট্রোলের দাম ৮১ টাকা ৮৫ পয়সা প্রতি লিটার৷ কিন্তু কেন্দ্র সরকারের এক্সাইজ ডিউটি ৩২ টাকা ৯৮ পয়সা চাপানো রয়েছে৷ এরপর রয়েছে রাজ্য সরকারের ২৫ শতাংশ হারে ভ্যাট৷ যার মূল্য ১৬ টাকা প্রতি লিটার৷ সঙ্গে রয়েছে সেস এক টাকা৷ রয়েছে ডিলার কমিশন বাবদ ৩ টাকা ৩০ পয়সা৷ অর্থাৎ যদি এক্সাইজ ডিউটি, ভ্যাট, সেস, ডিলার কমিশন বাদ দিলে বুধবার পেট্রোলের দাম দাঁড়াচ্ছে ২৮ টাকা ১৭ পয়সা৷

বুধবার এক লিটার ডিজেলের দাম ছিল ৭৫ টাকা ৬ পয়সা৷ কেন্দ্র সরকার ডিজেলের প্রতি লিটারে এক্সাইজ ডিউটি বদবদ তুলে নিচ্ছে ৩১ টাকা ৮৩ পয়সা৷ ডিজেলের উপর ১৭ শতাংশ রাজ্য সরকারের ভ্যাট রয়েছে৷  অর্থাৎ প্রতি লিটার ডিজেল থেকে রাজ্য সরকারের আয় ১০ টাকা৷ রয়েছে সেস এক টাকা৷ ডিলার কমিশন ২টাকা ২২ পয়সা৷ এক্ষেত্রে ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি, সেস, ভ্যাট, কমিশন বাদ দেওয়া গেলে, ডিজেলের দাম কলকাতা লিটার পিছু দাঁড়ায় ৩০ টাকা ১ পয়সা মাত্র৷ কিন্তু কী আর করবে জনতা? সরকারের মুনাফা বাড়াতে পকেট ফাঁকা হচ্ছে জনতার! বলছেন ভুক্তভোগী জনতা৷

সাধারন জনতার জ্বালানি যন্ত্রণার সুরাহা দিতে আগামী ২৯ জুন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে বাম কংগ্রেস নেতৃত্ব৷ ২৯ জুন কলকাতায় যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷ ধর্মতলা উপস্থিত থাকবেন বাম-কংগ্রেস নেতৃত্ব৷ দীর্ঘ প্রায় ৪ মাস পর আজ সন্ধ্যায় বাম কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসেন৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে আন্দোলন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *