আধার কার্ড আপডেট নিয়ে বড় আপডেট

দিল্লি: শুধু স্বস্তির নয়, জরুরি খবর। আবারও বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI সংস্থা। এতদিন পর্যন্ত জানা গিয়েছিল যে, আগামী ১৪ জুনের মধ্যেই বিনামূল্যে আধার…

Picsart 24 06 15 14 40 08 809

দিল্লি: শুধু স্বস্তির নয়, জরুরি খবর। আবারও বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI সংস্থা। এতদিন পর্যন্ত জানা গিয়েছিল যে, আগামী ১৪ জুনের মধ্যেই বিনামূল্যে আধার আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে হত। তবে এবার এই সময়সীমা বাড়ল। ১৪ জুন নয়, এবার ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে।

মনে রাখবেন, UIDAI সমস্ত নাগরিকদের পরামর্শ দিয়েছে যে, যদি তাদের আধার কার্ড ১০ বছর বা তারও বেশি আগে করানো হয়ে থাকে, তাহলে তা আবার আপডেট করিয়ে নিতে হবে। ডেমোগ্রাফিক তথ্য আপডেটের জন্য আপনাকে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আর হ্যাঁ, বিনামূল্যে আধার আপডেট করার সুবিধে অনলাইনেই পাওয়া যায়। কোনও আধার কেন্দ্রে গিয়ে এই আপডেট করানোর জন্য আপনাকে নির্দিষ্ট ফি দিতে হবে। ফ্রিতে হাতে-কলমে শেয়ারবাজার শিখতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

অনলাইনে কিভাবে আপডেট করবেন আপনার আধার?
প্রথমেই আপনাকে এর জন্য যেতে হবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই। আপনার মোবাইল নম্বরের সাহায্যে ওটিপি লিখে এখানে লগ ইন করতে হবে। এরপরে আপনার সমস্ত বিবরণ যেমন ঠিকানা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। তবে কোনও পরিবর্তন করতে চাইলে সেই অপশন বেছে নিতে হবে।
এই বিষয়টি সংশোধন করতে প্রয়োজনীয় নথি আপলোড করুন। তারপর সাবমিট বাটনে ক্লিক দিন।
এরপরে আপনি একটি ১৪ সংখ্যার আপডেট রিকোয়েস্ট নম্বর পাবেন যা দিয়ে আপডেট স্ট্যাটাস চেক কর‍তে পারবেন আপনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *