গতিধারা প্রকল্পে গাড়ি কিনতে চান? জেনে নিন খুঁটিনাটি

কলকাতা: গতিধারা প্রকল্পে গাড়ি কিনলে সরকার কত টাকা দেয়? কত বছর বয়স পর্যন্ত গতিধারা প্রকল্পে আবেদন করা যায়? পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের মধ্যে অন্যতম হল গতিধারা…

কলকাতা: গতিধারা প্রকল্পে গাড়ি কিনলে সরকার কত টাকা দেয়? কত বছর বয়স পর্যন্ত গতিধারা প্রকল্পে আবেদন করা যায়? পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের মধ্যে অন্যতম হল গতিধারা প্রকল্প৷ এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার বেকার যুবকদের বাণিজ্যিক গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা দেয়৷ এই প্রকল্পের অধীনে বাণিজ্যিক গাড়ি কিনলে তাঁর মোট খরচের ৩০ শতাংশ৷ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সরকার সাহায্য করে বাকি টাকা ঋণ নিতে হয় আবেদনকারীকে৷ তবে মহিলাদের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ থাকে ১.৫ লক্ষ টাকা৷

এক্ষেত্রে ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের উপর নির্ভর করে কত দিনে টাকা শোধ দিতে হবে৷ গতিধারা প্রকল্পে আবেদনের জন্য পরিবারের মাসিক আয় হতে হবে ২৫ হাজার টাকার কম৷ আবেদনকারীর বয়স হতে হবে ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।আবেদনকারীর নাম আবশ্যিকভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। পরিবারের শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদনের জন্য অফলাইনে নথি সহ আবেদনপত্র পূরণ করে আঞ্চলিক পরিবহন অফিসে জমা দিতে হবে।
তারপর সেখানে আবেদন মঞ্জুর হলে পছন্দের ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *