light rain
কলকাতা: অসময়ে বারবার বৃষ্টি নেমে ভেস্তে গিয়েছে শীতের আমেজ৷ মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি ৷ শুক্রবারও আংশিক মেঘে ঢাকা আকাশ৷ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। এরই মধ্যে কালিম্পঙের কোনও কোনও অংশে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর৷ কিন্তু আর কতদিন চলবে এই দুর্যোগ?
আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ দেখা মিলবে রোদের৷ তবে বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। তবে শীত যে আর ফিরছে না, তা একপ্রকার নিশ্চিত৷ শীত নিয়ে কোনও আশার কথা শোনায়নি হাওয়া অফিস৷