ডিজেলে ৮.৩৬ টাকা দাম কমালো দিল্লি সরকার, ভ্যাট কমিয়ে স্বস্তি দেবে বাংলা?

ডিজেলে ৮.৩৬ টাকা দাম কমালো দিল্লি সরকার, ভ্যাট কমিয়ে স্বস্তি দেবে বাংলা?

3 stocks recomended

 

নয়াদিল্লি: করোনা মহামারীর জেরে জেরবার গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে ভারতে৷ করোনা সংক্রমণ রুখতে জারি করা দীর্ঘ লকডাউনের গেরোয় থকমে গিয়েছে ভারতীয় অর্থনীতির চাকা৷ উপার্জন কমেছে সাধারণ মধ্যবিত্ত জনতার৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ করোনা মহামারীর সুযোগে লাফিয়ে বাড়ছে বাজার দর৷ পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম৷ এবার সাধারণ জনতাকে স্বস্তি দিয়ে রাজ্যের সরকারের আদায় করা ভ্যাট তুলে জ্বালানি তেলার দাম ৮ টাকা কমালো দিল্লির কেজরিওয়াল সরকার৷ জ্বালানি তেল থেকে ভ্যাট তুলে দিল্লি সরকার রাজধানীবাসীকে স্বস্তি দিলেও সেই পথে হাঁটবে বাংলার মা-মাটি সরকার?

আরও পড়ুন- সুখবর, আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল আয়কর দফতর

সাধারণ মধ্যবিত্ত জনতাকে স্বস্তি দিয়ে জ্বালানি তেলের ওপর ১৩.২৫ শতাংশ ভ্যাট কমিয়েছে দিল্লি সরকার৷ সাধারণ জনতার ঘাড়ের ওপর চাপানো ভ্যাটের বোঝা কমতেই দিল্লিতে ডিজেলের দাম কমেছে একধাক্কায় ৮ টাকা ৩৬ পয়সার কাছাকাছি৷ ডিজেলের দাম ৮২টাকা থেকে কমে এই মুহূর্তে দিল্লির বাজারে বিক্রি হচ্ছে ৭৩ টাকা ৬৪ পয়সায় প্রতি লিটার৷ ভ্যাট ৩০% থেকে কমিয়ে মাত্র ১৬.৭৫ শতাংশ করেছে দিল্লি সরকার৷ আর তাতেই সুফল পেয়েছেন রাজধানীবাসী৷ ডিজেলের ওপরে ভ্যাট কমানোর সিদ্ধান্তে খানিকটা স্বস্তি পেয়েছেন রাজধানীর জনতা৷ সাধারণ জনতার ওপর চাপানো ৩০% ভ্যাট কমিয়ে ১৬.৭৫ শতাংশ করায় এক ধাক্কায় ৮টাকা ৩৬ পয়সা ডিজেলের দাম কমেছে৷ আর তাতেই করোনা আবহে মূল্য বৃদ্ধির আশঙ্কা বেশ খানিকটা কমেছে দিল্লিতে৷ দিল্লি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মধ্যবিত্ত জনতা৷ কিন্তু, প্রশ্ন উছঠে, দিল্লি সরকারের দেখানো পথে সাধারণ জনতার ঘাড়ের ওপর থেকে ভ্যাটের বোঝা কমিয়ে জ্বালানি তেলের দাম কমাতে পদক্ষেপ নেবে বাংলার মা-মাটি-মানুষের সরকার?

আরও পড়ুন- আনলকে চাঙ্গা দেশের ‘বঞ্চিত’ ৫ শিল্প, পথ দেখাচ্ছে আগামীর

কেননা জ্বালানি তেলের ওপর কেন্দ্র ও রাজ্য সরকারের অতিরিক্ত মাত্রায় শুল্ক চাপানোয় লাফিয়ে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের বাজারে সেভাবে কমেনি জ্বালানি তেল৷ উল্টে চেপেছে শুল্ক৷ কেন্দ্র ও রাজ্য সরকারের শুল্ক বৃদ্ধির জেরে চরম সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত জনতা৷ জানেন, পেট্রোল ও ডিজেলের ওপর অতিরিক্ত মাত্রায় শুল্ক চাপিয়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ঠিক কতটা লাভবান হচ্ছে?

আরও পড়ুন- কম সময়ে বেশি আয়! FD-তে সর্বাধিক সুদ দিচ্ছে ১০টি ব্যাংক

পেট্রোলের দামের সমীকরণ বলছে, কলকাতায় পেট্রোলের দাম যদি ৮১ ধরে নেওয়া হয়, তাহলে ওই মূল্যের উপর কেন্দ্র সরকারের এক্সাইজ ডিউটি প্রায় ৩৩ টাকা চাপানো রয়েছে৷ এরপর রয়েছে রাজ্য সরকারের ২৫ শতাংশ হারে ভ্যাট৷ যার মূল্য ১৬ টাকার কাছাকাছি৷ সঙ্গে রয়েছে সেস এক টাকা৷ রয়েছে ডিলার কমিশন বাবদ ৩ টাকা ৩০ পয়সা৷ অর্থাৎ যদি এক্সাইজ ডিউটি, ভ্যাট, সেস, ডিলার কমিশন বাদ দিলে পেট্রোলের দাম দাঁড়াচ্ছে প্রায় ২৯ টাকার কাছাকাছি৷

আরও পড়ুন- শিক্ষকদের জন্য জারি হচ্ছে নয়া নিময়, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

এক লিটার ডিজেলের দাম যদি ধরা হয় ৭৫ টাকা, তাহলে কেন্দ্র সরকার ডিজেলের প্রতি লিটারে এক্সাইজ ডিউটি বদবদ তুলে নিচ্ছে ৩২ টাকার কাছাকাছি৷ ডিজেলের উপর ১৭ শতাংশ রাজ্য সরকারের ভ্যাট রয়েছে৷ অর্থাৎ প্রতি লিটার ডিজেল থেকে রাজ্য সরকার নিচ্ছে প্রায় ১০ টাকার কাছাকাছি৷ রয়েছে সেস এক টাকা৷ ডিলার কমিশন ২টাকা ২২ পয়সা৷ এক্ষেত্রে ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি, সেস, ভ্যাট, কমিশন বাদ দেওয়া গেলে, ডিজেলের দাম কলকাতা লিটার পিছু দাঁড়াতে পারে ৩০ টাকার কিছু বেশি৷ কিন্তু কী আর করবে জনতা? সরকারের মুনাফা বাড়াতে পকেট ফাঁকা হচ্ছে জনতার! বলছেন ভুক্তভোগী জনতা৷

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- গুরুত্বহীন মাধ্যমিক, ৪ বছরে অনার্স, কলা-বিজ্ঞান মিশিয়ে নয়া শিক্ষানীতি কেন্দ্রের

আরও পড়ুন- স্কুলশিক্ষায় আমূল বদল, গুরুত্বহীন মাধ্যমিক! নয়া শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =