police
কলকাতা: শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ যার জেরে প্রাথমিক ভাবে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অনুমতি দেয়নি পুলশ৷ অবশেষে মিলেছে অলিখিত অনুমতি৷ তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে৷
কংগ্রেস সূত্রে খবর, পুলিশের প্রথম শর্ত অনুযায়ী, বীরভূম ও মুর্শিদাবাদের বাকি অংশ যাত্রার সময় গাড়ি থেকে বা গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশে হাত নাড়তে পারবেন না রাহুল গান্ধী। দুই, জরুরি পরিস্থিতি ছাড়া কনভয় কোথাও দাঁড়াবে না৷ তিন, রাহুলের কনভয়ে সর্বোচ্চ পাঁচটি গাড়ি থাকবে। চার, রাহুলের ন্যায় যাত্রায় সামিল কংগ্রেস কর্মীরা দড়ি দিয়ে রাস্তার দু’পাশ আটকাতে পারবেন না। কোনও ভাবেই পথ অবরুদ্ধ করা যাবে না। পাঁচ, রাহুলের যাত্রা পথে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে পুলিশই৷ কংগ্রেস নেতার তাতে কোনও হস্তক্ষেপ করবেন না। বরং যান চলাচল নিয়ন্ত্রণে কংগ্রেস কর্মীরা পুলিশকে সাহায্য করবে। এছাড়াও বলা হয়েছে, কোনও জরুরি পরিস্থিতিতে রাহুল গাড়ি থেকে নামলে, তার সঙ্গে সর্বোচ্চ তিন জন নামতে পারবেন। সাত, রাহুলের যাত্রাপথে কোনও মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র থাকলে সতর্ক থাকতে হবে। পরীক্ষা শেষ হলে স্কুলের আশেপাশেই যাত্রা থামিয়ে দিতে হবে।