জেলে থেকে ভোটে জিতে হলেন সাংসদ! কে এই অমৃতপাল?

নয়াদিল্লি: জেলে থেকেই ভোটে লড়ে নির্বাচন জিতেছেন দুই প্রার্থী৷ এবার দুই জিতে আসা জেলবন্দী সংসদ যাবেন লোকসভায়৷ ওয়ারিস দে পঞ্জাবের প্রধান তথা বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগা…

WhatsApp Image 2024 06 06 at 2.37.46 PM

নয়াদিল্লি: জেলে থেকেই ভোটে লড়ে নির্বাচন জিতেছেন দুই প্রার্থী৷ এবার দুই জিতে আসা জেলবন্দী সংসদ যাবেন লোকসভায়৷ ওয়ারিস দে পঞ্জাবের প্রধান তথা বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগা অমৃতপাল সিং৷ তিনি পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে ১৯৭১২০ ভোট জয়ী হন, অর্থাৎ ব্যাপক ভোট পান। এখন তিনি সাংসদ কিন্তু জেলবন্দি৷ এই তালিকায় রয়েছে আরও একজন৷ যার নাম শেখ আব্দুল রশিদ৷ তিনি কাশ্মীরের বারমুল্লাহ কেন্দ্র থেকে ২ লক্ষের বেশি ভোট জয়ী হন। তাহলে জেল থেকে বেরিয়ে এরা সংসদে যাবেন কীভাবে?

জানা যাচ্ছে এক্ষেত্রে আদালতে আবেদন জানানোর পর, তারা নির্দেশের কপি পাবেন। সেই কপি জেল কর্তৃপক্ষকে জমা দিলে, তারা এই দুই জেলবন্দীকে সংসদের জন্য ছাড়বেন কর্তৃপক্ষ। পার্লামেন্টে যাওয়ার পথে ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন, কারোর সঙ্গে সাক্ষাৎও করতেও পারবেন না যাওয়ার পথে। লোকসভার প্রাক্তন সচিব জানিয়েছেন, এক্ষেত্রে দুই সাংসদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা সংসদের মূল দ্বার পর্যন্ত যেতে পারবেন, তারপর আর তাদের প্রবেশ করতে দেওয়া যাবে না। সংসদের ভিতরে সেখানকার নিরাপত্তারক্ষীরা দায়িত্ব সামলাবেন। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত ভারতের সংবিধান অনুযায়ী ভোটে লড়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *