প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা মোদীর!

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী তৃতীয়ারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন আগামী ৮ জুন। তবে তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন…

Exit polls indicate a significant lead for BJP, with a potential sweep of 400 seats, including 30 in West Bengal. election analysis

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী তৃতীয়ারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন আগামী ৮ জুন। তবে তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী৷ আজ এনডিএ-র দলগুলি বৈঠকে বসবে দিল্লিতে। এই আবহে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে।

নির্বাচনের ফল প্রকাশিত হতে দেখা যায় ম্যাজিক ফিগার না ছুঁতে পারলেও এনডিএ জোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়েছে বিজেপি। বারাণসী কেন্দ্র থেকে জিতেছেন নরেন্দ্র মোদী। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদীর। সেই আবহেই এবার মোদীকে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য আগামী ৮ জুন সন্ধেয় শপথগ্রহণ অনুষ্ঠান করা হতে পারে। ওই দিনই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *