কলকাতা: অসময়ের বৃষ্টি থামতেই রাজ্যে আরও একবার পারদ পতনের ইঙ্গিত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন মাঘ মাস। মাঘের শুরু জব্বর শীত পেয়েছে বঙ্গবাসী। তবে গত কয়েক দিন বৃষ্টি ভেজা আবহাওয়া দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, এ বারের মতো হয়তো শীতের ইনিংস শেষ। কিন্তু হাওয়া অফিস জানাল, আগামী কয়েক দিনে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। শীত শীত ভাব থাকবে গোটা দক্ষিণবঙ্গে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস৷ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী দু’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ তার পর থেকে কিন্তু তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী হতে শুরু করবে৷ এরই মধ্যে ফের নামতে পারে বৃষ্টি৷ আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে৷ উত্তরবঙ্গের বাকি জেলা শুকনো থাকলেও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। সোমবার কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷