কলকাতা: আজ থেকে চালু হচ্ছে টিভি দেখার খরচের নতুন বিধি৷ কিন্তু, তা আপাতত কার্যকর হচ্ছে না৷ চলতি বছরের শুরুতে ট্রাই জানিয়েছিল, গ্রাহক স্বার্থে টিভি দেখার খরচ-বিধি সংক্রান্ত নতুন নিয়ম চালু হবে৷ গ্রাহক যে যে চ্যানেল দেখবেন, শুধুমাত্র সেই অনুযায়ী খরচ মেটাবেন৷ অর্থাৎ প্যাকেজের নামে জোর করে দর্শককে কোনও ভাবেই বাধ্য করা যাবে না৷ সেই নিয়ম চালু হওয়ার কথা থাকলেও মামলায় গেরোয় তা আপাতত অথৈ জলে৷
জানা গিয়েছে, ট্রাইয়ের আগেই নির্দেশিকার বিরুদ্ধে মুম্বই আদালতের দ্বারস্থ হয়েছে চ্যানেলের একাংশ৷ সেই মামলা এখনও ঝুলে আদালতে৷ আদালত যেহেতু কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি, ফলে, আজ ১০ আগস্ট থেকে আগের নিয়ম লাগু হওয়ার কথা ছিল৷ কিন্তু, সূত্রের খবর, আপাতত তা কার্যকর হচ্ছে না৷
জানা গিয়েছে, গত সপ্তাহে বম্বে হাইকোর্ট ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু প্রবল বৃষ্টির কারণে সেই শুনানি পিছিয়ে গিয়েছে৷ চলতি সপ্তাহে ফের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
মামলা আদালতে ঝুলে থাকলেও টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের আগের নির্দেশ অনুযায়ী চ্যানেল কর্তৃপক্ষ এখনও কোনও পদক্ষেপ নেয়নি৷ আদালতে ফয়সালার পরই তারা সেই বিষয়ে চূড়ান্ত হতে পারে৷