সোজা পুকুরের জলে ইভিএম-ভিভিপ্যাট

কুলতলি: ইভিএম-ভিভিপ্যাট সোজা পুকুরের জলে? হ্যাঁ, অভিযোগ তৃণমূল ভোট দিতে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। তাই ক্ষুব্ধ হয়ে ইভিএম-ভিভিপ্যাট পুকুরের জলে ফেলে দিলেন গ্রামবাসীরা! শনিবার…

Picsart 24 06 01 09 41 53 451 1

কুলতলি: ইভিএম-ভিভিপ্যাট সোজা পুকুরের জলে? হ্যাঁ, অভিযোগ তৃণমূল ভোট দিতে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। তাই ক্ষুব্ধ হয়ে ইভিএম-ভিভিপ্যাট পুকুরের জলে ফেলে দিলেন গ্রামবাসীরা!

শনিবার শেষ দফার ভোটে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুলতলিতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু এতোকিছুর পরেও ওই এলাকায় ভোটদানে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। কারণ, ওই ইভিএম-ভিভিপ্যাট ভোট কেন্দ্র থেকে লুট করা হয়নি। বুথের বাইরে সেক্টর অফিসারের গাড়িতে যে রিজার্ভ ইভিএম থাকে তা বের করেই জলে ফেলা হয়েছে। তাই ভোটগ্রহণ পর্বে কোনও সমস্যা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *