kunal ghosh
কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকান দিল্লির তিহার জেল৷ তিনি না থাকলেও তৃণমূলে তাঁর গুরুত্ব যে এতটুকুও কমেনি তা স্পষ্ট করে দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সমাদর আগের মতোই। বীরভূম নেতৃত্বের সঙ্গে সদ্য দলীয় বৈঠকেও অনুব্রতর জন্যই জেলা সভাপতির পদ খালি রেখে দিয়েছেন নেত্রী। তিনি ফিরলে নিজের পদ ফিরে পাবেন৷ এবার অনুব্রতের সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়৷ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকে অনুব্রতর ফর্মুলায় বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁৎ মুখে উঠে এল বঙ্গ রাজমীতি কাঁপানো ‘নকুলদানা’, ‘চড়াম চড়াম’ বুলি৷ এই ভাষাতেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি। রবিবার সন্ধ্যায় সন্ধেয় সেই মঞ্চে যোগ দেন কুণাল ঘোষ। আর সেখান থেকেই দলকে ভোকাল টনিক দিতে তাঁর মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলের ‘চড়াম চড়াম’ স্লোগান। সন্ধেয় রেড রোডের মঞ্চে আসেন কুণাল ঘোষ। সেখান থেকেই দলকে ভোকাল টনিক দিতে তিনি মুখে আনেন কেষ্টর ‘চড়াম চড়াম’ স্লোগান।