চরম অব্যবস্থা শিলিগুড়িতে! স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি হচ্ছে জলের পাউচ, বিলি হচ্ছে আবর্জনার গাড়িতে

শিলিগুড়ি: তীব্র জলকষ্টে ভুগছে শিলিগুড়ি৷ চারিদিকে জলের হাহাকার! পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফ জায়গায় জায়গায় জলের পাউচ বিলি করা হচ্ছে৷ এবার বিতর্ক বাঁধল সেই পাউচ…

শিলিগুড়ি: তীব্র জলকষ্টে ভুগছে শিলিগুড়ি৷ চারিদিকে জলের হাহাকার! পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফ জায়গায় জায়গায় জলের পাউচ বিলি করা হচ্ছে৷ এবার বিতর্ক বাঁধল সেই পাউচ নিয়ে৷ প্রথম থেকেই বাসিন্দাদের মনে প্রশ্ন উঠছিল, কারণ জলের পাউচে কোনও তারিখ লেখা ছিল না। যেমনটা জলের বোতলের গায়ে থাকে। পাউচে তারিখ লেখা না থাকায়, মেয়াদ কতদিনের তা বুঝতে সমস্যা হচ্ছিল। এরই মাঝে সংবাদমাধ্যমে ধরা পড়ল ভয়ঙ্কর এক দৃশ্য৷ আবর্জনার গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে পানীয় জলের পাউচ। চরম অস্বাস্থ্যকর পরিস্থিতি। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই পালাল তারা! এড়িয়ে গেলন পুরকর্মীরা। কিন্তু, এই ঘটনা শিলিগুড়ি পুরসভার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিল৷

 

শুক্রবার ধরা পড়ে এক ভয়ঙ্কর ছবি৷ শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরে একটি মাঠে খোলা আকাশের নীচে বসানো হয়েছে জলের পাউচ বানানোর ভ্রাম্যমান যন্ত্র। সারা রাত বৃষ্টি হওয়ায় মাঠে জল থই থই করছে৷ সেই নোংরা জলের মধ্যে দাঁড়িয়েই পানীয় জলের পাউচ তৈরি করছেন পুরসভার কর্মীরা। তার পর সেই পাউচ গড়াগড়ি খাচ্ছে নোংরা জলের মধ্যে। অব্যবস্থা. এখানেই শেষ নয়৷ এর পর শহরের বিভিন্ন যায়গায় জলের পাউচ পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে পুরসভার আবর্জনা ফেলার গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *