shankar adhya
কলকাতা: রেশন দুর্নীতিতে গ্রেফতার শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে দুবাইয়ের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৮০ হাজার ডলার৷ সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরল ইডি৷ মনে করা হচ্ছে, এই বিপুল টাকা এসেছে রেশন বন্টন দুর্নীতি থেকে৷
উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর ফোরেক্স বা বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা বেশ পুরনো। তাঁর নিজের ও পরিজনদের নামে প্রায় ৯০টি বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থা রয়েছে। ওই সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি।
শনিবার শংকর আঢ্যকে PMLA আদালতে পেশ করা হয়৷ সেই সময়ই ইডি আদালতে জানা, দুবাইয়ে একটি সংস্থা রয়েছে শংকরের। যদিও বর্তমানে সেই সংস্থার লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে৷ ওই সংস্থার মাধ্যমেই দুবাইয়ের একটি ভারতীয় সংস্থার সঙ্গে ২০১৯ সালে প্রায় ৮০ হাজার মার্কিন ডলার লেনদেন করেছিলেন তিনি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৬ লক্ষ টাকা। সেই সমক্রান্ত নথিও রয়েছে ইডি-র হাতে৷ যদিও শংকরের দাবি ছিল, আমদানি রফতানি ব্যবসার জন্য তিনি ওই সংস্থা খুলেছিলেন৷ কিন্চু ওই সংস্থার মাধ্যমে কোনও দিন লেনদেন করেননি৷