suvendu adhikari
কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ৪৮ ঘণ্টা ধর্না শেষে সোমবার সন্ধ্যায় দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত জরুরি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। কিন্তু মমতা দিল্লি যাওয়ার আগে রবিবার রাতেই রাজধানীতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার৷ সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জরুরি তলব পেয়েই নাকি দিল্লি উড়ে গিয়েছেন নন্দিগ্রামের বিধায়ক৷ সূত্রের খবর, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন তিনি। অন্যান্য নেতাদের সঙ্গেও আলোচনা হতে পারে তাঁর৷
জানা গিয়েছে. বিজেপির শীর্ষ নেতৃত্বের জরুরি তলবেই তড়িঘড়ি দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহ ও জে পি নাড্ডার সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া সংক্রান্ত আলোচনা হতে পারে। তবে অনেকেই বলছেন, সদ্যই গঠিত বঙ্গ বিজেপির নির্বাচন পরিচালন কমিটি নিয়েও কথা বলতে পারেন শাহ-নাড্ডারা। প্রসঙ্গত, ওই কমিটিতে রয়েছেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ।