south bengal
কলকাতা: মাঘ ফুরনোর আগেই রাজ্যে বসন্তের আগমন? শীত উধাও হতে মিলেছে তেমনই ইঙ্গিত৷ এক ধাক্কায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি৷ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি৷ মঙ্গলবার তা বেড়ে ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। তবে কি রাজ্য থেকে পাকাপাকি ভাবে উধাও হতে চলেছে শীত? রাজ্যে প্রবেশ করছে বসন্ত? তেমনই ইঙ্গিত আলিপুরের আবহাওয়া দফতরের৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ এর পর নতুন করে শীত ফেরার কোনও নিশ্চয়তা দিতে পারেনি আলিপুর। আপাতত তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আগামী রবিবার থেকে ফেরে বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।