ব্যাঙ্ক ও আর্থিক সমস্যা নিয়ে গবেষণা, অর্থনীতিতে নোবেল তিনজনের

ব্যাঙ্ক ও আর্থিক সমস্যা নিয়ে গবেষণা, অর্থনীতিতে নোবেল তিনজনের

নিউইয়র্ক: অর্থনৈতিক বিষয় নিয়ে গবেষণা করে কে বা কারা নোবেল পাচ্ছেন তা নিয়ে একটা কৌতূহল থাকেই। এ বছরেও ছিল। তবে যাবতীয় সকল জল্পনার অবসান ঘটল সোমবার। ঘোষণা করা হল, অর্থনীতিতে নোবেল প্রাপকদের নাম। চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। তারা হলেন, বেন এস বেরনানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডাইভহিক। ব্যাঙ্ক ও আর্থিক সমস্যা নিয়ে গবেষণা করে এছরে অর্থনীতিতে নোবেল পেলেন তিন জন।

আরও পড়ুন- ফের ফুটবল মাঠে সমর্থকদের হইচই, মেসির দেশে মৃত্যু হল একজনের

অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব কতটা, সঙ্কটের সময়ে ব্যাঙ্ক কী ভূমিকা পালন করে, এই সব বিষয়ে গবেষণা করেই চলতি বছর এই তিন জন অর্থনীতিতে নোবেল পেলেন। সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, এই তিনজনই আমেরিকান নাগরিক এবং এদের গবেষণা সমাজের নানা আর্থিক সঙ্কটের ঝুঁকি কমাতে সক্ষম। তবে এই তিনজনের মূল পরিচয় কী? বেন এস বেরনানকে হলেন ফেডারেল রিসার্ভের প্রাক্তন চেয়ারম্যান। টানা ৯ বছর এই পদে ছিলেন তিনি। ইউনিভার্সিটি অফ শিকাগো বুথ স্কুল অফ বিজনেসের অধ্যাপক হলেন ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডাইভহিক হলেন, ওলিন বিজনেস স্কুল অফ ওয়াশিংটন ইউনিভার্সিটির ব্যাঙ্কিং ও ফাইন্যান্সের অধ্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + one =