নয়াদিল্লি: সাইবার অপরাধী এবং আর্থিক জালিয়াতিরা ওঁৎ পেতে রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের উপর। স্মার্টফোন প্রযুক্তির ব্যবহারের সঙ্গে আপনি যদি এই সম্পর্কে সচেতন না হন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি একটি খালি হয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই ব্যাংকিং জালিয়াতি সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে ভারতের বৃহত্তম ঋণদানকারী ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) টুইট করেছে।
স্টেস্ট ব্যাংক বলেছে যে কেবলমাত্র একটি হোয়াটসঅ্যাপে ভুল আপনাকে এই আর্থিক জালিয়াতিদের সামনে ফেলে দিতে পারে। ব্যাংক গ্রাহকদের সাবধানতা বহুল পরিমাণে বাড়াতে ব্যাংকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সচেতন ও সজাগ থাকতেও বলা হয়েছে। এসবিআই টুইটারে বলেছে “গ্রাহকদের এখন হোয়াটসঅ্যাপে টার্গেট করা হচ্ছে। সাইবার অপরাধীদের আপনাকে বোকা বানাতে দেবেন না। দয়া করে সচেতন হন এবং সজাগ থাকুন।” ব্যাংকের তরফে একটি নির্দেশ তালিকাও প্রকাশ করা হয়েছে টুইটারে। সেখানে বলা হয়েছে- সাইবার অপরাধীরা কীভাবে হোয়াটসঅ্যাপ কল এবং বার্তাগুলির মাধ্যমে গ্রাহকদের কাছে আসছে। সে বিষয়ে তারা ‘গুরুত্বপূর্ণ ঘোষণায়’ পাঁচটি বুলেট পয়েন্টকে হাইলাইট করেছে।
আরও পড়ুন: পুজোর আগে ফের কিছুটা কমল সোনার দাম, উৎসাহ নেই আমজনতার
১. লটারি জয়ের বিষয়ে গ্রাহকদের অবহিত করা হয়েছে। এও বলা হয়েছে, এমন ক্ষেত্রে যেন সরাসরি এসবিআই নম্বরে যোগাযোগ করেন গ্রাহকরা।
২. দয়া করে সচেতন থাকুন। এসবিআই কখনই ইমেল, এসএমএস, কল এবং হোয়াটসঅ্যাপ কলগুলির মাধ্যমে ব্যক্তিগত বা অ্যাকাউন্ট সম্পর্কিত নির্দিষ্ট তথ্য কল করে না।
৩. কোনও লটারি স্কিম বা ভাগ্যবান গ্রাহক উপহারের অফার চলছে না এমন কোনও মেসেজ এসবিআইয়ের তরফ থেকে করা হয় না। দয়া করে এই বিষয়ে সুরক্ষিত থাকুন এবং এই জাতীয় কোনও ফাঁদে যাওয়ার আগে ভাবুন।
৪. সাইবার অপরাধীরা কেবল একটি ভুলের জন্য অপেক্ষা করছে।
৫.দয়া করে এই জাতীয় ভুয়ো কলার বা ফরোয়ার্ড বার্তাগুলিতে বিশ্বাস করবেন না।
এসবিআই ব্যাংকের তরফে গ্রাহকদের এই জাতীয় কোনও প্রতারণার হাত থেকে বাঁচাতে প্রয়োজনে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই জাতীয় কোনও সমস্যায় পড়লে যেন কেউ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা না করেন, সেই কথাও বলা হয়েছে।
আরও পড়ুন: একদিনেই ১১১৫ পয়েন্ট পড়ল সেনসেক্স, কারণ খুঁজলেন বিশেষজ্ঞরা