abhijit gangopadhyay
কলকাতা: বেশ কিছুদিন ধরেই চলছিল মান অভিমানের পালা৷ অবশেষে ভরা এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, ‘‘ক্ষমা করে দিয়ো বন্ধু।’’ সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দিলেন যে, এজির সঙ্গে তাঁর সম্পর্ক কত বছরের পুরনো। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সে দিন রাগের মাথায় এ সব কথা বলেছিলেন৷ পাল্টা নমনীয় মনোভাব দেখান এজিও৷ তিনিও জানান, সে দিন তিনি যা যা বলেছিলেন, সেগুলো বলা উচিত হয়নি। (abhijit gangopadhyay)
কী বললেন বিচারপতি? abhijit gangopadhyay
সোমবার এজিকে নিজের এজলাসে ডেকে বিচারপতি বলেন, ‘‘সে দিন আমি রাগের মাথায় অনেক কথাই বলেছি। বারের আইনজীবীদেরও সেটা জানা উচিত। আমি আমার বন্ধুর কাছে ক্ষমাপ্রার্থী।’’ প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে ভর্তি মামলা ওই মামলার শুনানির সময়ই রাজ্যের এজিকে কিছু তীর্যক মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তবে এদিন তিনি বলেন, ‘‘অনেকেই জানেন না যে, কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে কিশোর এবং আমার আরও এক বন্ধু না থাকলে আমি হয়তো মরেই যেতাম!’’