kunal ghosh
কলকাতা: দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে চাকরি পেতে চলেছেন দক্ষিণ ২৪ পরগনার ৩২৮ জন চাকরি প্রার্থী। তবে এখনও একই ভাবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অফিসের বাইরে ধরনায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বিক্ষোভ ও অনশন তোলার আবেদন নিয়ে ধরণা মঞ্চে হাজির হলেন কুণাল ঘোষ। মঙ্গলবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, “আপনাদের আবেদন অনুযায়ী ৩৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। পর্ষদ যখন একধাপ এগিয়েছে, আপনাদেরও একধাপ এগিয়ে আসুন৷ সরকার ধাপে ধাপে বাকি চাকরিপ্রার্থীদেরও নিয়োগ করা হবে।” এদিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করার পর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েকের সঙ্গেও দেখা করতে যান কুণাল।
এদিন প্রায় আধঘণ্টা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন তৃণমূল মুখপাত্র। পরে অজিত নায়েককে অফিসে চাকরিপ্রার্থীদের ডেকে পাঠান এবং সেখানে চেয়ামম্যানের সঙ্গে মুখোমুখি বসিয়ে কথা বলান তিনি। এরপর চাকরিপ্রার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙান তিনি৷