স্টক মার্কেটে ধামাকাদার এন্ট্রি কলকাতার এই কোম্পানির, লিস্টিংয়ে ১৪৪ শতাংশ রিটার্ন দিল IPO

কলকাতা: স্টক মার্কেটে পা রেখেই ধামাকা৷ শেয়ার বাজারে তালিকাভুক্ত হতেই ১৪৪ শতাংশ রিটার্ন দিল কলকাতার এই সংস্থার আইপিও। দিনের শেষে এই সংস্থার আইপিও-র দর আরও…

India's Stock Market Modi 3.0 effect stock by 200 percent in one year

কলকাতা: স্টক মার্কেটে পা রেখেই ধামাকা৷ শেয়ার বাজারে তালিকাভুক্ত হতেই ১৪৪ শতাংশ রিটার্ন দিল কলকাতার এই সংস্থার আইপিও। দিনের শেষে এই সংস্থার আইপিও-র দর আরও বাড়বে বলেই আশা  অধিকাংশ ব্রোকারেজ ফার্মের৷ এই স্টক মাল্টি ব্যাগার হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে৷ মঙ্গলবার,২১ মে প্রথম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই-তে তালিকাভুক্ত হয় ভেরিটাস অ্যাডভার্টাইজিং-এর আইপিও। লিস্টিংয়েই এর প্রতিটা শেয়ারের দাম ওঠে ২৭৫ টাকা। উল্লেখ্য, এই আইপিওর প্রাইস ব্যান্ড ছিল ১৪৪ টাকা৷

 

এদিন লিস্টিংয়ের পরই ৫ শতাংশ আপার সার্কিট ছুঁয়ে ফেলে ভেরিটাস অ্যাডভার্টাইজিংয়ের আইপিও। এর পরেই ২৮৮.৭৫ টাকা ইনট্রা হাই বা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এর শেয়ারের দাম। ফলে উচ্ছ্বসিত ইনভেস্টাররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *