মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা! অভিজিতের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি কমিশনের

কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলার অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছিল তৃণমূল কংগ্রেস৷ তাঁর প্রেক্ষিতেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা…

avi mamata

কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলার অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছিল তৃণমূল কংগ্রেস৷ তাঁর প্রেক্ষিতেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে আগামী ২৪ ঘন্টা কোনওরকম প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি৷

 

নির্বাচন কমিশনের তরফে চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রচার করার সময় তাঁদের নীতি, কর্মসূচী, অতীতের কর্মকাণ্ড ইত্যাদির মধ্যেই সমালোচনাকে সীমাবদ্ধ রাখতে হবে। কোনও ভাবেই বিরোধী দলের নেতা বা নেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কুমন্তব্য করা চলবে না। সেই সঙ্গে কমিশেন এও জানিয়েছে, ভারতীয় সমাজে এবং সংবিধানে মহিলাদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তাঁদের সম্মানের চোখেই দেখা হয়। তাই এক জন মহিলার সম্মানরক্ষার্থে সর্বদাই সচেষ্ট রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান।

 

নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পরই মুখ খোলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘‘বিজেপিতে সকলেই শুভেন্দু অধিকারী। মুখ খুললেই নর্দমা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *