slst
কলকাতা: নবম থেকে দ্বাদশ (এসএলএসটি) শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের নিয়োগে আইনি জট কাটতে চলেছে৷ এ বিষয়ে আরও এক ধাপ এগনো সম্ভব হয়েছে বলে দাবি তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। তৃণণূল মুখপাত্র আরও বলেন, আগামী সোমবার নিয়োগ জট কাটাতে বড় পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে৷
বুধবার এসএলএসটি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে। রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সোমবার হাই কোর্টে গিয়ে এই বিষয়ে কথাও বলে আসেন কুণাল৷ বুধবারের শুনানি শেষে এজিকে ধন্যবাদ জানান কুণাল৷ তিনি বলেন, ‘‘মনে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের সমস্ত ব্যবস্থা করলেও বিরোধীদের অন্যায্য মামলার জটে আটকে পড়েছিলেন যোগ্যরা।’’ এর পর কুণাল আরও লেখেন, ‘‘আশা করি এবার সবার মুখে হাসি ফুটবে। জট কাটতে চলেছে৷’’