ম্যাজিক ফিগার না ছুঁলে বিজেপির ‘প্ল্যান বি’ কী? স্পষ্ট করলেন অমিত শাহ

নয়াদিল্লি: ‘আব কী বার ৪০০ পার’! এই স্লোগান তুলেই ভোট প্রচারে নেমেছে বিজেপি৷ ৪০০ আসন পার করার  কথা বারবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয়…

Next Prime Minister of India amit shah finance minister Amit-shah Finance Minister in Modi 3.0 government

নয়াদিল্লি: ‘আব কী বার ৪০০ পার’! এই স্লোগান তুলেই ভোট প্রচারে নেমেছে বিজেপি৷ ৪০০ আসন পার করার  কথা বারবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে৷ সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহ দাবি করেছিলেন, তাঁদের হিসাব বলছে, চার দফা ভোটের পরই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি৷ কিন্তু ফল প্রকাশের পর যদি দেখা যায়, বিজেপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পারেনি, তখন কী হবে? কী হবে, যদি লক্ষ্যপূরণে ব্যর্থ হয় বিজেপি?  ২৭২টি আসনও না পেলে দলের  ‘প্ল্যান বি’ কী? এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল অমিত শাহকে৷ প্রত্যয়ের সুরেই তাঁর জবাব, প্রয়োজনীয় জাদুসংখ্যা ছোঁয়ার জন্য তাঁরা কোনও ‘প্ল্যান বি’ বা বিকল্প ভাবনাও রাখেনি৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘এখনও পর্যন্ত ৩৮০টি লোকসভা আসনে ভোট হয়েছে। তার মধ্যে ২৭০ আসনে জয়ী হবেন মোদী। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।’’ এখনও তিন দফা ভোট বাকি। আগামী ৪ জুন ফল৷ সেদিন স্পষ্ট হয়ে যাবে বিজেপি’র দাবি  কতটা সত্যি৷

 

তবে ম্যাজিক ফিগার ছুঁতে বিকল্প কোনও পরিকল্পনা করছে কি গোরুয়া শিবির? এই সংক্রান্ত প্রশ্নের জবাবে আমিত শাহ সাফ বলেন, “বিজেপি যে ২৭২ আসন পাবে না, আমি তেমন কোনও সম্ভাবনাই দেখছি না।” তাঁর আরও সংযোজন, “বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬০ কোটি মানুষ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা বিভিন্ন বর্ণের, বিভিন্ন বয়সের৷ আমজনতা জানে মোদী কী করেছেন, কী করতে পারেন এবং কেন তাঁকে ৪০০ আসন দিতে হবে। ফলে বিজেপি যে ৪০০ পার করবে, সেটা সময়ের অপেক্ষা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *