temperature fall
কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে ফের দক্ষিণে হাজির শীত। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই শুরু শীতল হাওয়ার দাপট। হু হু করে ঢুকছে উত্তুরে ও পশ্চিমী হাওয়া। এক ধাক্কায় তিন ডিগ্রির বেশি কমল তাপমাত্রা। তবে শীতের সুখ বেশ দিনের নয়৷ শীঘ্রই হাওয়া বদল হবে৷ তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে। সকাল ও সন্ধের পর বেশ ভালোই ঠান্ডা অনুভূত হবে৷ তবে বেলায় কার্যত উধাও হবে শীত। কিন্তু সরস্বতী পুজোয় কেমন থাকবে আবাওয়া? সরস্বতী পুজোর আগে কি বৃষ্টির পূর্বাভাস আছে? রাজ্যে ফের বৃষ্টি হবে? হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সরস্বতী পুজো থেকে খানিকটা আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে৷
আপাতত মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৬.৭ ডিগ্রিতে পৌঁছেছে। ১২-১৩ ডিগ্রির ঘরে চলে গিয়েছে জেলার তাপমাত্রা। তবে হালকা শীতের আমেজ অল্প ক’দিনের সঙ্গী। দিন তিনেক পর ফের বাড়বে তাপমাত্রা৷