সময়ের আগেই কেরলে বর্ষা, বাংলায় ঢুকবে কবে?

কলকাতা: বৃষ্টি নামায় তীব্র দহন জ্বালা থেকে সাময়িক মুক্তি মিলেছিল৷ কিন্তু, ফের বাড়তে শুরু করেছে গরমের দাপট৷ তবে, এরই মধ্যে মিলেছে সুখবর৷ এবার সময়ের আগেই…

rain new2

কলকাতা: বৃষ্টি নামায় তীব্র দহন জ্বালা থেকে সাময়িক মুক্তি মিলেছিল৷ কিন্তু, ফের বাড়তে শুরু করেছে গরমের দাপট৷ তবে, এরই মধ্যে মিলেছে সুখবর৷ এবার সময়ের আগেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে বর্ষা৷ শুধু তাই নয়, এই বছর পরিমাণের চেয়ে বেশি বৃষ্টি হবে বলেও জানিয়েছে দিল্লির মৌসম ভবন৷

 

আবহবিদদের হিসাব বলছে, এ বার সম্ভবত ৩১ মে কেরলে ঢুকে পরবে বর্ষা। সাধারণ নির্ঘণ্ট অনুযায়ী ১ জুন বর্ষা ঢোকার কথা। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, গাণিতিক মডেল অনুযায়ী এই ধরনের পূর্বাভাসের ক্ষেত্রে কয়েক দিনের হেরফের হতে পারে৷ ফলে ৩১ মে বর্ষা ঢোকার কথা বলা হলেও, চার দিনের হেরফের হওয়ার কথাও জানিয়ে রেখেছে মৌসম ভবন৷

 

বর্ষার আগমনী বার্তা পেতেই বঙ্গবাসীর মনে প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্ষা আসবে কবে? আবহবিদেরা জানাচ্ছেন, কেরলে বর্ষা ঢোকার পর ধীরে ধীরে তা উত্তর এবং পূর্ব ভারতের দিকে এগিয়ে যেতে পারে। সেই হিসাব অনুযায়ী, আগামী ১০ জুন পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার কথা। তবে বর্ষার অগ্রগতি অনেকটাই নির্ভর করে জুন মাসের আবহাওয়ার পরিস্থিতির উপরে৷ ফলে কেরলে সময়ের আগে বর্ষার আগমন ঘটলেও, পশ্চিমবঙ্গে সময়ে ঢুকবে কিনা, তা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। কেরলে বর্ষা ঢোকার পরের পরিস্থিতি বিশ্লেষণ করে পূূর্বাভাস দেওয়া যাবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *