নয়াদিল্লি: ব্যাংকের নতুন নিয়ম। সেই নিয়ম এবার ঘুম ওড়াবে আমজনতার। কারণ এবার থেকে ব্যাংকে টাকা রাখলে বা তুললে কাটা হবে চার্জ। চলতি মাস থেকেই নতুন নিয়ম শুরু করবে বেশকিছু ব্যাংক! এই নতুন নিয়ম নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের তরফ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, এটাই তো সাধারণ মানুষের জন্য এটা কেন্দ্রীয় সরকারের উপহার!
জানা গিয়েছে, চলতি মাসের এক তারিখ থেকেই ব্যাঙ্ক অফ বরোদা এই নতুন নিয়ম চালু করেছে। নির্ধারিত লিমিটেড বেশি ট্রানস্যাকশন করলে গ্রাহকদের আলাদা পেমেন্ট করতে হবে বলে জানা গিয়েছে। অন্যান্য ব্যাংকের মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক সহ অন্যান্য ব্যাংক এই নিয়ম কার্যকর করবে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ব্যাংকের এই নতুন নিয়মের রিপোর্ট প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রন্দীপ সিং সূর্যেওয়ালা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেছেন, এই পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে উপহার দিয়েছে।
তবে টাকা কাটা হবে কিভাবে? অনেকেরই ধারণা হচ্ছে, হয়তো একবার টাকা তোলা বা টাকা রাখলে চার্জ কাটা হবে। কিন্তু তেমনটা নয়। সূত্রের খবর, এক মাসে তিনবার টাকা তুললে কোন চার্জ নেওয়া হবে না। কিন্তু, তিনবারের বেশি টাকা তুললে প্রতি ট্রানজেকশন ১৫০ টাকা কাটা হবে। একই রকম ভাবে, এক মাসে তিনবার টাকা জমা দেওয়া হলে কোন চার্জ কাটা হবে না। কিন্তু তার বেশি হলে প্রত্যেকবার টাকা জমা দেওয়ার সময় ৪০ টাকা করে কাটা হবে।
এই প্রসঙ্গেই রন্দীপ সিং সূর্যেওয়ালা নরেন্দ্র মোদি সরকারকে এক হাত নিয়ে বলেন, এটাই তো কেন্দ্রীয় সরকারের নতুন উপহার সাধারণ মানুষের জন্য। এখন থেকে নিজের টাকা ব্যাংকে রাখলে বা তুললে নিজেকেই টাকা দিতে হবে! এর থেকে ভাল আর কি হতে পারে।