dev
কলকাতা: দশ বছর আগে রাজনীতির দুনিয়ায় পা রাখেন দীপক অধিকারী ওরফে দেব৷ এই ক’ বছরে বেশ ভালই বুঝেছেন রাজনীতির স্বাদ৷ তাঁর গায়েও লেগেছে দুর্নীতি-কাটমানির অভিযোগ৷ সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে দেবের বিরুদ্ধে৷ এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল সাংসদের ভাই বিক্রম অধিকারী। তিনি বলেন, ‘দেব কাটমানি খায় না! বরং দেবকে সামনে রেখে কাটমানি খায় দলের অন্যান্য নেতারা।’ বর্তমানে দিল্লিতে রয়েছেন এই তারকা সাংসদ৷ বুধবারই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন তিনি৷ যেখানে লেখা, ‘ফিউ মোর আওয়ার্স’। এরপরেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
এরই মধ্যে সংবাদমাধ্যমে দেবের ভাই বলেন, ‘দাদা কোনওদিন কারও কাছ থেকে কাটমানি নেননি। কারও কাছে কোনও দিন হাত পাতেননি। বরং মানুষকে সাহায্য করেছেন। ওঁকে ফাঁসানো হচ্ছে। ওঁর নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছে কেউ কেউ। দাদা এসবের কিছুই জানেন না। তৃণমূলের লোকরাই দাদার নাম ভাঙিয়ে এই কাজটা করে চলেছে।’ তিনি আরও বলেন, ‘‘এভাবে সাংসদ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। যাঁরা মিথ্যে কথা বলছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কাটমানি আমাকেও দিতে হয়েছে। দাদা কখনও কাটমানি নেননি। দাদা হরং অভিনেতাই থাকুক।’