women prisoners
কলকাতা: জেলবন্দি মহিলারা ক্রমেই গর্ভবতী হয়ে পড়ছেন৷ যা চিন্তায় ফেলেছে আদালতকেও। হাই কোর্টের কাছে খবর রয়েছে, রাজ্যের বিভিন্ন কারাগারে ১৯৬টি শিশুর জন্ম হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর বলেই মন্তব্য করল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএম শিবাজ্ঞনম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিলেন৷ সেই মামলায় আদালতবান্ধব তাপস ভঞ্জ এই রিপোর্ট জমা দেন। সেখানেই এই তথ্য জানতে পেরে বিস্মিত হাই কোর্ট। তাপস ভঞ্জের দাবি, জেলবন্দি মহিলারা সুরক্ষিত নয়। তিনি জানান, এই সব মেয়েরা বন্দি হিসেবে আসার সময় গর্ভবতী ছিলেন না। পরে জানা যায় তারা গর্ভবতী।
আদালতের কাছে তাঁর আবেদন, থানা থেকে পরীক্ষা করানোর পরই মহিলাদের কারাগারে পাঠানো হোক৷ তাছাড়া মহিলা সংশোধনাগারে পুরুষ কর্মী প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। এদিন গোটা বিষয়টি শোনার পর বিচারপতিরা অত্যন্ত অসন্তুষ্ট। একইসঙ্গে এই ঘটনাকে অপরাধমূলক বলেও মন্তব্য করেন৷