Good News
কলকাতা: ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ৷ তাঁদের আন্দোলনের মাঝেই ফের ডিএ বাড়াল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার বাজেট অভিবেশে আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে৷ এর ফলে একই বছরে দু’বার ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার।
এদিন বাজেট অধিবেশনে রাঠ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তিনি জানান, আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গত জানুয়ারি মাসেই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে ফেরে ৪ শতাংশ ডিএ বাড়ানো হল৷
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন৷ বাজেট ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। অর্থাৎ, এখনও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক থেকে গেল ৩২ শতাংশ।