ghatal
নয়াদিল্লি: গত বুধবার লোকসভায় তাঁর বরাদ্দ আসনের ছবি পোস্ট করে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব লিখেছিলেন, ‘ফিউ মোর আওয়ার্স’! দেবের এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে বাংলায় বক্তৃতা করলেন ঘাটালের সাংসদ। বললেন, ‘‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে।’’ যা শুনে অনেকেই বলছেন, নিজের সাসংদ জীবনের সমাপ্তি বক্তৃতা করে ফেললেন দেব। সেই সঙ্গে গত ১০ বছর সাংসদ হিসাবে কাজ করতে দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তৃণমূলের তারকা সাংসদ৷
দেব আরও বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১০ বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। যা করার রাজ্যই করেছে।’’ অনেক দিন আগেই দেব বলছিলেন, ফের প্রার্থী হব কিনা ভাবিনি। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়েই বললেন, “সংসদে আজ আমার শেষ দিন। ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালবাসী।” এদিন তাঁর মুখে ফের উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা৷ তিনি বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম বার সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলাম। আজ সংসদে আমার শেষ দিন৷ ১৯৫০ সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের অপেক্ষায় আছে মানুষ৷ দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ঘাটালের মানুষ কষ্টে আছেন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা তৃণমূল বা বিজেপি-র সমস্যা নয়, এটা বাংলার সাধারণ মানুষের সমস্যা। এবার যেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের স্বপ্ন সত্যি হয়৷ ”