arabul islam
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় অশান্তি ছড়ানো, মনোনয়নে বাধা, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধায় ভাঙড়ের কাশীপুর থেকে তাঁকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ।
গত বছর পঞ্চায়েতে নির্বাচনের সময় আইএসএফকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। ভাঙড়ে এক আইএসএফ কর্মীও খুন হন। এই ঘটনায় স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। এছাড়াও বিজয়গঞ্জ বাজারে বোমাবাজির ঘটনারও তদন্ত শুরু হয়। আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টা, অশান্তি, অস্ত্র রাখা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়৷ সেই ঘটনাতেই গ্রেফতার করা হলেন আরাবুল৷