চাকরিজীবীদের জন্য সুখবর! EPFO-র নতুন সুদের প্রস্তাব কেন্দ্রের

চাকরিজীবীদের জন্য সুখবর! EPFO-র নতুন সুদের প্রস্তাব কেন্দ্রের

imagesmissing

 

নয়াদিল্লি: করোনা আবহে প্রায় গোটা বছর কেটেছে সঙ্কটের আবহে৷ ইতিহাসের কালো অধ্যায় হিসাবেই লেখা থাকবে ২০২০৷ তবে এরই মধ্যে খানিক স্বস্তি ইপিএফও গ্রাহকদের জন্য৷ ২০১৯-২০ অর্থবর্ষে  ইপিএফও-তে ৮.৫ শতাংশ হারে সুদ পেতে চলেছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা৷ এর ফলে উপকৃত হবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এর ৬ কোটি গ্রাহক৷ ডিসেম্বরের শেষেই তাঁরা এই সুদ পাবেন বলে জানা গিয়েছে৷

করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে একেবারে দিশেহারা হয়ে পড়েছিল দেশের অর্থনীতি৷ এই অবস্থায় ইপিএফ-এর সুদ নিয়েও সংশয় দেখা দিয়েছিল৷ গত সেপ্টেম্বর মাসেই ইপিএফও-র তরফে জানানো হয়েছিল, আর্থিক মন্দার জেরে শেয়ার বাজারে লগ্নি থেকে লাভ তোলা সম্ভব হয়নি৷ যার জেরে ইপিএফও-র গ্রাহকদের দুটি কিস্তিতে তাঁদের বরাদ্দ সুদের টাকা দেওয়া হবে৷  এর মধ্যে ৮.১৫ শতাংশ সরাসরি গ্রাহদের অ্যাকাউন্টে পাঠানো হবে৷ বাকি ০.৩৫ শতাংশ সুদ কবে দেওয়া হবে পড়ে সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার নেতৃত্বে ট্রাস্টির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷  ০.৩৫ শতাংশ সুদ নির্ভর করবে ইকুইটি লগ্নি থেকে লাভের উপরে। ফলে ইপিএফও থেকে ৮.৫ শতাংশ হারে সুদ পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল৷

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী শ্রম মন্ত্রক থেক অর্থ মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে৷ ওই চিঠিতে ইপিএফও উপভোক্তাদের ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে৷ অর্থ মন্ত্রক এই প্রস্তাবে সম্মতি দিলে উপকৃত হবেন ৬ লক্ষ উপভোক্তা৷ গত মার্চ মাসে ইপিএফও-র সর্বোচ্চ কমিটির বৈঠকে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷  ২০১৯ সালে ৮.৬৫ শতাংশ হারে সুদ দিয়েছিল ইপিএফও৷ কোভিড পরিস্থিতির জেরে সুদের হারে এই পরিবর্তন আনা হয়৷ পরে তা ৮.১৫ শতাংশে নেমে যায়৷ তবে আশা করা যায়, ডিসেম্বরের মধ্যেই পুরো ৮.৫ শতাংশ হারেই সুদ পাবেন উপভোক্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *