charan singh
কলকাতা: একসঙ্গে তিন ভারতীয়কে ভারতরত্ন সম্মান দিচ্ছে কেন্দ্র। ভারতরত্ন পাচ্ছেন দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং, নরসিমা রাও এবং বিজ্ঞানী এম এস স্বামীনাথন। শুক্রবার টুইট করে নিজে খবরটি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতিই দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বিজেপি’র লৌহ পুরুষ লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এ বার দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এই সম্মান দেওয়ার কথা জানালেন তিনি৷ দু’জনের মধ্যে কেউই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন না৷
নরসিংহ রাও কংগ্রেস সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী৷ অন্যদিকে, দেশের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন লোক দলের প্রতিষ্ঠাতা চৌধরি চরণ সিং৷ তাঁদের দু’জনকেই ভারত রত্ন সম্মান দেওয়া হবে। এর পাশাপাশি দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বিজ্ঞানী এমএস স্বামীনাথনকেও। গত বছর সেপ্টেম্বর মাসে প্রয়াত হন দক্ষিণভারতীয় এই কৃষি বিজ্ঞানী৷ তিনি এক সময় রাজ্যসভার সাংসদও ছিলেন৷ ভারতের সবুজ বিপ্লবের অন্যতম রূপকার হিসাবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁকে এবং দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মরণোত্তর ভারত রত্ন সম্মান পাবেন৷