কলকাতা: চেক জালিয়াতি রুখতে নয়া নিয়ম আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ এবার সেই নিয়ম নতুন বছর তেকে কার্যকর করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷
নয়া বিধি কার্যকর করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এখন থেকে কোনও ব্যক্তি যদি চেকের মাধ্যমে ৫০ হাজার বা তার বেশি টাকার লেনদেন করেন, তাহলে ওই গ্রাহককে নতুন করে তথ্য দিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষককে৷ যাঁকে চেকের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে, সাধারণ ক্ষেত্রে ওই ব্যক্তির নাম লেখা হয়ে থাকত৷ নির্দিষ্ট জায়গায় টাকার অঙ্কও লেখা হত এতদিন৷ সঙ্গে দিতে হত তারিখ৷ কিন্তু, নতুন নিয়মে এই তথ্যের পাশাপাশি নতুন করে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে হবে গ্রাহককে আরও তথ্য৷ জানাতে হবে চেক নম্বর৷ মোবাইল অ্যাপের মাধ্যমেও সেই তথ্য দিতে পারেন গ্রাহক৷ এসএমএসের মাধ্যমেও জানানো যাবে৷ এটিএমে গিয়েও সেই তথ্য দেওয়া যেতে পারে৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তির চেক জমা হচ্ছেন, তিনিই সেই ব্যক্তি নাকি, অন্য কেউ তা জমা দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে ওই ব্যবস্থা৷ অর্থাৎ চেকে যে তথ্য রয়েছে, সেই তথ্য ফের গ্রাহকের থেকে সংগ্রহ করবে ব্যাঙ্ক৷ পরে তা মিলিয়ে দেখা হবে৷ রিজার্ভ ব্যাঙ্কের দাবি, গোটা দেশে চেক জালিয়াতি বেড়াচ্ছে৷ ফলে, ৫০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের চেক হলেই এই ব্যবস্থা কার্যকর হবে৷ নতুন নিয়ম চালু করে লে চেক জালিয়াতির থেকে গ্রাহককে সুরক্ষিত রাখা আরবিআইয়ের লক্ষ্য বলে জানানো হয়েছে৷