cold wave
কলকাতা: শেষবেলায় পৌঁছে ধুন্ধুমার ব্যাটিং শুরু করল শীত। দিন কয়েক আগেই রাজ্য থেকে প্রায় বিদায় নিতে বসেছিল ঠান্ডা। বাড়তে শুরু করেছিল তাপমাত্রা৷ দিনের বেলায় বেশ ভালোই গরম লাগছিল৷ কিন্তু মেঘ সরতেই ফের গেম চেঞ্জ৷ আবহাওয়া বদলালো রাজ্যে। এমনকি শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতের পূর্বাভাস, আজ, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহ চলতে পারে। কনকনে ঠান্ডায় হাড়ে কাপুনি ধরতে পারে এই জেলাগুলির মানুষের। পুরুলিয়া জেলায় রবিবারও শৈত্যপ্রবাহের ইঙ্গিত দেওয়া হয়েছে৷
জেলার পাশাপাশি তাপমাত্রা কমেছে কলকাতাতেও। চলতি সপ্তাহের শুরুতে যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির উপরে উঠে গিয়েছিল, সেখানে সপ্তাহান্তে পারদ নেমেছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস কম। আগামী তিন দিন কলকাতা-সহ গোটা রাজ্যজুড়েই এই রকম শীতল পরিবেশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷