abhishek
কলকাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক৷ আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, সেই আর্জির ভিত্তিতে কোনও নোটিস জারি করতে রাজি হল না শীর্ষ আদালত৷
অভিষেকের অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ফের সংবাদমাধ্যমে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বিবৃতি দিয়েছেন৷ তাঁর আর্জি, সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রিট অব ম্যান্ডেমাস’ বা হুকুম জারি করুক। যাতে তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং নিজের পদের ক্ষমতার অপব্যবহার না করেন। কারণ, এত কিছুরও পরেও তিনি নতুন করে অভিষেকের বিরুদ্ধে সংবাদমাধ্যমে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বিবৃতি দিয়েছেন বলেই দাবি তৃণমূল সাংসদের। যদিও এই মামলার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কোনও নোটিস জারি করেননি৷
এদিকে, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’ সংক্রান্ত মামলা সরানোর আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ সংক্রান্ত দু’টি মামলা সরানোর নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷