নয়াদিল্লি: দেশ জুড়ে করোনার প্রকোপ খানিক কমতেই একাধিক নতুন সম্ভাবনার আলো দেখা দিচ্ছে চারপাশে। নতুন বছরে নতুন নতুন চাকরির পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে কেন্দ্র। সেই ধারা বজায় রেখেই এবার সুখবর এল প্রবীণ নাগরিকদের জন্যেও।
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) থেকে আরো অন্তত ৩ মাস অতিরিক্ত সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। দেশের জনপ্রিয় প্রথম সারির ৩টি ব্যাঙ্ক থেকেই মিলবে এই সুবিধা। করোনা আবহে যখন চারিদিকে আর্থিক অনিশ্চয়তা এবং মূল্যবৃদ্ধিতে বিপন্ন সাধারণ মানুষ, তখন ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদের মেয়াদ বাড়ানোর এই খবর নিঃসন্দেহে স্বস্তির হাওয়া নিয়ে এসেছে প্রবীণদের কাছে।
অতিমারীর সংকটের সময় প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্প চালু করা হয়েছিল গতবছরেই। দেশের প্রথম সারির বেশ কিছু ব্যাঙ্ক এই ব্যবস্থা চালু করেছিল। এদের মধ্যে ছিল SBI, ICICI, HDFC প্রমুখ। জানা গেছে, ‘সিনিয়র সিটিজেন স্পেশাল এফডি স্কিম’ নামক এই প্রকল্পের মেয়াদ SBI ছাড়াও আরো দুটি ব্যাঙ্কের তরফ থেকে ৩ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা।
উল্লেখ্য গত বছর মে মাস থেকে চালু হয়েছিল প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ প্রকল্প। প্রকল্পের মেয়াদ আগেই বৃদ্ধি করার কথা ঘোষণা করে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। কিন্তু ICICI কিংবা HDFC-র মতো ব্যাঙ্ক গুলির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে ছিল অনিশ্চয়তা। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী অবশেষে SBI-এর পথেই হেঁটেছে বাকি দুই ব্যাঙ্কও। উভয় ক্ষেত্রেই ৩১ মার্চ পর্যন্ত বিশেষ এফডি প্রকল্পের সুবিধা পাবেন প্রবীণরা। বিশেষ এই ফিক্সড ডিপোজিট প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা FD-তে চলতি হারের উপরে অতিরিক্ত সুদ পাচ্ছেন। তবে এক একটি ব্যাঙ্কে এই অতিরিক্ত সুদের হার এক এক রকম। HDFC ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা নির্ধারিত সুদের ০.৭৫% সুদ বেশি পাচ্ছেন। এছাড়া ICICI ব্যাঙ্কের ক্ষেত্রে অতিরিক্ত সুদের হার বাড়ানো হয়েছে ০.৮০%। SBI-এর Wecare-এ আরও ৩০ বেসিস পয়েন্ট সুদ মিলছে বলে জানা গেছে।