কলকাতা: দুঃসাহসিক কেরামতি৷ ১০ হাজার ফুট উঁচুতে ঝুলতে ঝুলতে পিৎজায় কামড় বসালেন তরুণী৷ ভিডিয়ো দেখে পিলে চমকালো নেটিজেনদের৷
আরও পড়ুন- পরমাণু অস্ত্র বহনে সক্ষম জোড়া ক্রুজ মিসাইল পরীক্ষা করল কিমের উত্তর কোরিয়া
ইনস্টাগ্রাম ভিডিয়ো নির্মাতা ম্যাকেন নাইপের জীবন আগাগোড়াই রোমাঞ্চে ভরা৷ নানা দুঃসাহসিক অভিজ্ঞতায় পরিপূর্ণ। সম্প্রতি তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ তাও এক দুঃসাহসিক কাজের জন্যে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ম্যাকেন। যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটাগরিকরা। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, মাটি থেকে ১০ হাজার ফুট উঁচুতে স্কাইডাইভিং করতে করতেই পিৎজায় কামড় বসাচ্ছেন ম্যাকেন। যদিও এহেন দুঃসাহসিক কাজ তাঁর কাছে প্রথম নয়৷ এর আগেও নানা কীর্তি করেছেন৷ মাঝআকাশে ভাসতে ভাসতে পাই খেয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি৷
বিমান থেকে ঝাঁপ দেওয়া এই খেলাটির কথা অনেকেই জানেন। শেষ পর্যন্ত এই খেলায় প্যারাশুটের নিরাপত্তা থাকলেও, অতটা উঁচু থেকে ঝাঁপ দেওয়া সত্যিই খুব কঠিন। এর জন্য প্রয়োজন মজবুত হৃদযন্ত্র৷ না হলে ঝুঁকি থেকে যায়। তবে শুধু হৃদ্যন্ত্র নয়, এভাবে শূন্যে নিজেকে ভাসিয়ে দিতে মনেরও জোর থাকতে হবে। আর ম্যাকেন যে মানসিক শক্তিতে ভরপুর, তা আর বলার অপেক্ষা রাখে না। স্কাইডাইভিং তাঁর কাছে জলভাত। যেখানে শুধু স্কাইডাইভিং-এর ভিডিয়ো দেখলে অনেকের গায়ে কাঁটা ধরে, সেখানে ওই তরুণী অবলীলায় এমন দুঃসাহসিক কেরামতি করে চলেন৷
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, স্কাইডাইভিং করতে করতে শুধু পিৎজাই খাচ্ছেন না, হালকা কোমরও দোলাচ্ছেন ম্যাকেন৷ শেয়ার করা ভিডিয়োটিতে তিনি লিখেছেন, ‘মাঝ আকাশে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড় যায়’। এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ১.৭ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>