প্রার্থিতালিকা প্রকাশের আগেই ঘাটালে দেবের নামে দেওয়াল লিখতে শুরু করল তৃণমূল!

প্রার্থিতালিকা প্রকাশের আগেই ঘাটালে দেবের নামে দেওয়াল লিখতে শুরু করল তৃণমূল!

ghatal

কলকাতা: এখনও লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়নি৷ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়নি। তবে, তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে নিয়ে সংশয়ের মেঘ অনেকটাই কেটেছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর তারকা সাংসদ জানিয়েছেন, তিনি এ বারেও  ঘাটাল থেকেই লোকসভা নির্বাচনে লড়াবেন৷ তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াতে পারেন৷ এ কথা জানানোর পরই ঘাটালে দেবের নামে শুরু হয়ে গেল দেওয়াল লিখন৷ সোমবার  ঘাটালের বিভিন্ন এলাকায় দেবের নামে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন এলাকার তৃণমূল কর্মীরা৷ পিংলার জলচক, করকাই এলাকায় চোখে পড়বে দেবের নামে দেওয়াল লিখন। সেখানে সরাসরি তাঁকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসাবে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =