আলুর দমের সঙ্গে মুড়ির জমাটি আসর, আচমকাই পৌঁছল পুলিশও… তার পর যা ঘটল

পূর্ব বর্ধমান:  ভোটের সকালে জমিয়ে চলছিল খাওয়াদাওয়া। গরম আলুদমের সঙ্গে মুচমুচে মুড়ি। কিন্তু পুলিশি তৎপরতায় খাওয়া হল ভন্ডুল৷   কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই বুথের…

aalu muri

পূর্ব বর্ধমান:  ভোটের সকালে জমিয়ে চলছিল খাওয়াদাওয়া। গরম আলুদমের সঙ্গে মুচমুচে মুড়ি। কিন্তু পুলিশি তৎপরতায় খাওয়া হল ভন্ডুল৷

 

কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই বুথের ১০০ মিটারের মধ্যে বুথ ক্যাম্প ও রান্নাবান্নার আয়োজন করেছিল শাসক দলের কর্মী সমর্থকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ওখান থেকে  তাদের সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, পূর্ব বর্ধমানের মেমারির নিমো এসএসকে ভোটগ্রহণ কেন্দ্রের ১৩৬ নম্বর বুথে ১০০ মিটারের মধ্যে বুথ ক্যাম্প করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই সঙ্গে ছিল খাওয়ার আয়োজন- মুড়ি-আলুর দম। পুলিশের আপত্তিতে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তৃণমূলের কর্মীরা।  এর পর অবশ্য আর কোনও অশান্তি হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *