কর্মচারীদের দেওয়া হবে করোনা টিকা, সিরামের সঙ্গে কথা বহু সংস্থার

কর্মচারীদের দেওয়া হবে করোনা টিকা, সিরামের সঙ্গে কথা বহু সংস্থার

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা ভাইরাসের অতিমারী এযাবৎ যে দুশ্চিন্তার অন্ধকারে গ্রাস করে রেখেছিল গোটা পৃথিবীকে, তা এখন কিছুটা হলেও কমেছে। দেশে দেশে দৈনিক আক্রান্ত কিংবা মৃত্যুর হারের পরিসংখ্যানেও মিলেছে স্বস্তি। সর্বোপরি ভ্যাকসিনের আশ্বাস এখন অনেকটাই চিন্তামুক্ত করেছে পৃথিবীকে। তাই দেশের নানা প্রান্তেই দেখা যাচ্ছে করোনা পরবর্তী বিভিন্ন উদ্যোগ।

দেশ জুড়ে সরকারি উদ্যোগে করোনা টিকার বন্টন শুরু হতেই এ ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় কোম্পানিগুলিও। নিজেদের অধীনস্থ কর্মচারীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য তারা নির্মাতা সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কেনার চিন্তা ভাবনা শুরু করেছে। সরকারি উদ্যোগে এই মুহূর্তে সকলে ভ্যাকসিন পাচ্ছেন না। তাই কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই একাধিক বিখ্যাত কোম্পানির তরফে এই ধরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

যে সমস্ত কোম্পানির তরফ থেকে কর্মচারীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কথা ভাবা হচ্ছে তাদের মধ্যে রয়েছে বিখ্যাত স্টিল উৎপাদক সংস্থা জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (Jindal steel and power Ltd), মাহিন্দ্রা গ্রুপ অ্যান্ড কনজিউমার গুডস জায়েন্ট আইটিসি লিমিটেড (Mahindra group and consumer goods giant ITC Ltd) প্রমুখ। কিন্তু সরকার ছাড়া এখনি ব্যক্তিগত সংস্থাকে ভ্যাকসিন বিক্রি করার প্রক্রিয়া শুরু হয় নি। তাই এই সমস্ত কোম্পানি গুলি এখন সেই দিনের আশাতেই বসে আছে।

এ প্রসঙ্গে কর্পোরেট এবং হিউম্যান রিসোর্সের প্রধান অমিতাভ মুখার্জী জানান, “আইটিসি অবশ্যই চায় তার কর্মচারীদের ভ্যাকসিন দিতে। এর জন্য আমরা ভ্যাকসিন নির্মাতা সংস্থার সঙ্গে কথাবার্তাও বলেছি।” ভ্যাকসিন সর্বসাধারণের জন্য বাজারে মেলার সাথে সাথেই তা কেনার পরিকল্পনা করেছে টাটা স্টিল কোম্পানিও। জিন্দল স্টিলের হিউম্যান রিসোর্স আধিকারিক পঙ্কজ লোচানের কথায়, “আমরা ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছি। করোনা যোদ্ধাদের টিকাকরণ শেষ হলেই আমরাও তা শুরু করব।” উল্লেখ্য, ভারতে এই মুহূর্তে পুণের সিরাম ইনস্টিটিউট নির্মিত ভ্যাকসিন কোভিশিল্ড বন্টন শুরু হয়েছে। এছাড়া সরকারি উদ্যোগে নির্মিত ভারত বায়োটেকের ভ্যাকসিনও বন্টনের ছাড়পত্র পেয়েছে। ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়েছে ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *