সাধারণ বাজেট: কেন্দ্রের পাখির চোখ গ্রামীণ কর্মসংস্থান, দ্বিগুণ হতে পারে বরাদ্দ

সাধারণ বাজেট: কেন্দ্রের পাখির চোখ গ্রামীণ কর্মসংস্থান, দ্বিগুণ হতে পারে বরাদ্দ

imagesmissing

নয়াদিল্লি: গ্রামীণ কর্মসংস্থানের উপর গুরুত্ব দিতে কেন্দ্রের নজরে  ১০০ দিনের কাজ৷ আর সেই লক্ষ্যে এবার ১০০ দিনের কাজ প্রকল্পে বিপুল বাজেটে বরাদ্দ করার লক্ষ্যমাত্রা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ ১০০ দিনের কাজের পাশাপাশি জল জীবন মিশনেও রয়েছে কেন্দ্রের নজর৷ ১০০ দিনের কাজ, জল জীবন মিশন ও স্বাস্থ্যে সব থেকে বেশি বাজেট বরাদ্দ করা হতে পারে ২০২১-২২ অর্থবর্ষে৷

গত বছর এই প্রকল্পে ছিল ১১হাজার ৫০০ কোটি টাকা৷ সূত্রের খবর, এবার ওই প্রকল্পে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ হতে চলেছে৷ কমপক্ষে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করার লক্ষ্যমাত্র রয়েছে কেন্দ্রের৷ কোভিডের কারণে যে সমস্ত প্রকল্প সাময়িকভাবে বন্ধ ছিল, তা ফের চালুর সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার৷ কোভিডের কারণে দেশজুড়ে সবথেকে বড় সমস্যা ছিল পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবাষ৷ চিকিৎসা কেন্দ্রের সংখ্যাও যথেষ্ট কম৷ আগামী বাজেটে স্বাস্থ্যমন্ত্রকের বরাদ্দ দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ সাধারণ বাজেট বরাদ্দের ভ্যাকসিনের বিষয়েও বাজেট ঘোষণা হতে পারে৷ পরিকাঠামো নির্মাণ ও হাসপাতাল নির্মাণেও দেওয়া হতে পারে জোর৷

সূত্রের খবর, এবারের বাজারে সবথেকে বেশি অর্থবরাদ্দ পেতে পারে গ্রামোন্নয়ন৷ গ্রামাঞ্চলে অর্থনীতির মন্দা কাটিয়ে কর্মসংস্থানে গুরুত্ব দিতে পারে কেন্দ্র৷ অর্থমন্ত্রক সূত্রের খবর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ১০০ দিনের কাজে দেশজুড়ে সব থেকে বেশি  চাহিদা তৈরি হয়েছে৷ কেননা, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরেছেন৷ ফলে, কর্মসংস্থানের টান পড়েছে গ্রামীণ অর্থনীতিতে৷ এই পরিস্থিতিতে ১০০ দিনের কাজের উপর সবথেকে বেশি গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *