tmc
কলকাতা: সন্দেশখালি নিয়ে উত্তেজনার মাঝেই শিশু মৃত্যর ঘটনায় সরগরম উত্তর দিনাজপুরের চোপড়া৷ গত সোমবারের ঘটনা৷ ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় একটি নর্দমা কাটার কাজ শুরু করে বিএসএফ। সেখানেই খেলা করছিল চারটি শিশু। আচমকা ধস নামায় তারা মাটির নীচে চাপা পড়ে যায়৷ বিএসএফ জওয়ানেরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে চোপড়ায়৷ সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলে দেখা করবেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরা৷ তৃণমূল সূত্রে খবর, রাজপালের সঙ্গে দেখা করে তাঁকে চোপড়ায় যাওয়ার আবেদনও জানাবে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, অশান্তির অভিযোগে রাজ্যপাল বোস যদি সন্দেশখালি যেতে পারেন, তাহলে বিএসএফের গাফিলতিতে চারটি শিশুর মৃত্যুর ঘটনার পর তিনি চোপড়ায় যাবেন না কেন?