sukanta
কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়তে হয়েছে বাম ও বিজেপি-কে। বহু চেষ্টা করেও এখনও পর্যন্ত সন্দেশখালি পৌঁছতে পারেনি কোনও দলের নেতারাই। নৌকা করে পৌঁছতে চেয়েছিল বামেরা, কিন্তু তাদের আটায় পুলিশ। সোমবার বাধা পেয়ে ফিরতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি’র প্রতিনিধি দলকে৷ এবার সন্দেশখালি পৌঁছতে তাই অন্য পন্থা নিলেন বিজেপি-র রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি ছেড়ে ট্রেনে চেপে বসিরহাটের উদ্দেশে রওনা দিলেন তিনি।
সন্দেশখালিতে জারি রয়েছে ১৪৪ ধারা৷ কোনও রকম জমায়েত করা যাবে না৷ সড়ক পথে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ তাই ট্রেনে চাপেন সুকান্ত৷ লোকাল ট্রেনের ভিতরে দাঁড়িয়েই বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, “পুলিশ পথ আটকানোর যাবতীয় ব্যবস্থা করে রেখেছিল। আমাদের কর্মীরা খবর দিয়েছে দু’টো রাস্তাই আটাকানো৷ আমি কথা দিয়েছিলাম যে ভাবেই হোক বসিরহাট যাব।” এদিকে, সুকান্তদের রুখতে রণসাজে প্রস্তুত বসিরহাট পুলিশ। পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি৷ তাঁর অফিসের বাইরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আনা হয়েছে জলকামানও। উপস্থিত রয়েছে বিপুল সংখ্যক র্যাফ৷ এদিকে, ট্রেন থেকে নেমে বাইকে চেপে এসপি অফিসের পথে এগোতে শুরু করেছেন সুকান্ত৷