কত সম্পত্তির মালকিন তৃণমূলের সুজাতা মণ্ডল?

কত সম্পত্তির মালকিন তৃণমূলের সুজাতা মণ্ডল?

85f403b694c2f3e5b83adf34e284a748

কলকাতা:  সুজাতা মণ্ডল তাঁকে বাংলার কে না চেনে? এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। তিনি মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামা থেকে কী তথ্য পাওয়া গেল? তাঁর সম্পত্তি কত?

গত পাঁচ বছরে তাঁর আয়:
২০২২-২৩ অর্থবর্ষে ৪৬৩৫৫০ টাকা
২০২১-২২ অর্থবর্ষে ৪৫৯৩০ টাকা
২০২০-২১ অর্থবর্ষে ১৩৩৬৯০ টাকা
২০১৯-২০ অর্থবর্ষে ১১৬৯২০ টাকা
২০১৮-১৯ অর্থবর্ষে ১৯০৯০০ টাকা

মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থী কাছে নগদ ছিল ১৮০০০ টাকা। নির্বাচনী খরচ চালানোর জন্য বড়জোড়া শাখার ব্যাঙ্ক অফ বরোদা-তে অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ২৫ এপ্রিল পর্যন্ত ছিল ২০০০ টাকা। এছাড়া কলকাতার শোভাবাজার, আরামবাগের স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে বেশ কিছু নগদ রয়েছে।  বড়জোড়ার স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া -তে টার্ম ডিপোজিট রয়েছে ৯ লক্ষ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড়জোড়া শাখায় রয়েছে ৩৫,৯৬৯ টাকা। সেখানেই রয়েছে ৪ লক্ষ টাকার টার্ম ডিপোজিট। এছাড়াও আরও একাধিক টার্ম ডিপোজিট রয়েছে প্রার্থীর। একাধিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। একাধিক বন্ড পেপার, কিষাণ বিকাশ পত্র কেনা রয়েছে। রয়েছে SBI লাইফ ইনস্যুরেন্স। তার আগে মোট ৪ লক্ষ টাকা তাতে বিনিয়োগ ছিল। ২০২১ অর্থবর্ষের পরে সেই বিমা বন্ধ করা হয়েছে। ২৫ এপ্রিল পর্যন্ত ৪০০ গ্রাম সোনা রয়েছে তাঁর।বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের  মোট অস্থাবর সম্পত্তি ৯১,৯৪,৭৫৩.৮২ টাকা। তাঁর নামে কোনও ঋণ নেই.
 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *