মোদীর নির্দেশের পরই পদক্ষেপ, ‘যোগ্যদের’ খুঁজতে এবার পোর্টাল চালু করল বিজেপি

মোদীর নির্দেশের পরই পদক্ষেপ, ‘যোগ্যদের’ খুঁজতে এবার পোর্টাল চালু করল বিজেপি

imagesmissing

কলকাতা: ২০১৬ সালে যাঁরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, সেই সকল ‘যোগ্য’ চাকরিপ্রাপকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ‘যোগ্য’দের পাশে দাঁড়ানোর জন্য বঙ্গ বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন তিনি৷ তাঁদের জন্য একটি লিগাল সেল ও একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ মেনেই এসএসসির ‘যোগ্য’ চাকরিপ্রাপকদের জন্য এবার বিশেষ পোর্টাল চালু করল বিজেপি। বুধবার পূর্ব বর্ধমানে জেলা বিজেপির কার্যালয় থেকে এই পোর্টালের উদ্বোধন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালে এসএসসি-র গোটা নিয়োগ প্যানেলই বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। বুধবারই ২৫,৭৫৩ জনের নিয়োগ বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি আদালতের নির্দেশ, এখনই কাউকে বেতন ফেরত দিতে হবে না। তবে প্রত্যেককে মুচলেকা দিতে হবে যে, বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এটা প্রমাণিত হলেই ‘অযোগ্যদের’ বেতনের টাকা ফিরিয়ে দিতে হবে। আদালতের এই রায়ের মাধেই বুধবার বঙ্গ বিজেপির তরফে পোর্টাল চালু করা হল৷ যার মাধ্যমে ‘যোগ্য’দের পাশে দাঁড়াবে বিজেপি৷ এর আগে বাংলায় এসে প্রধানমন্ত্রীও বলেছিলেন, যোগ্য চাকরিপ্রাপকদের সব রকম ভাবে সাহায্য করবে বিজেপি। এটা মোদীর গ্যারান্টি।’

www.bjplegalsupport.org ওয়েবসাইটে গিয়ে আইনি সহায়তা চাইতে পারবেন যোগ্য চাকরিহারারা। সেই সঙ্গে চালু করা হয়েছ একটি হেল্পলাইন নম্বর৷ সেটি হল— 9150056618

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *